25 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আমাদের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী

আমাদের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী

আমাদের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী

বিএনএ, ঢাকা : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এ অবস্থায় আমাদের অবস্থা শ্রীলঙ্কার সাম্প্রতিক অবস্থার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান অবস্থায় শ্রীলঙ্কাসহ বেশকিছু দেশ খুব সংকটে আছে। বিশেষ করে, যেসব দেশ অতিরিক্ত বিদেশি ঋণ নিয়েছে। শ্রীলঙ্কা তেমন একটি দেশ বলেই তাদের নিয়ে নানা কথা হচ্ছে। তারা অনেক ঋণ নিয়ে ফেলেছে, কিন্তু তা পরিশোধ করতে পারছে না। কিন্তু আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী, আরও শক্তিশালী হবো।’

তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনে আমরাও ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ আনি। কিন্তু এখন পর্যন্ত আমরা ঋণখেলাপি হইনি। এ বিষয়ে বাংলাদেশর সুনাম আছে। ঋণ এনে তা সঠিকভাবে কাজে লাগানো হয়েছে এবং সময়মত ঋণ ফেরত দেওয়া হয়েছে। কাজেই দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, এটা ভাবার অবকাশ নেই।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ