বিএনএ, ঢাকা : ‘রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোণা থেকে আটক করেছে র্যাব। বুধবার (৭ এপ্রিল) নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। আটকের পর তাকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের মুখপাত্র কমান্ডার আল মইন বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হওয়া সহিংসতার প্রেক্ষিতে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ‘রাষ্ট্রবিরোধী’, ‘উস্কানিমূলক’ বক্তব্য দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরেই। সেসব বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে।
হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন রফিকুল ইসলাম মাদানী- রয়েছে এমন অভিযোগ। এর আগেও ওয়াজের নামে অন্য ধর্ম ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এর আগে মোদি বিরোধী বিক্ষোভে গত ২৫শে মার্চ শাপলা চত্ত্বর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।
বিএনএনিউজ/ এইচ.এম।