25 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনে সীমিত পরিসরে চলছে গণপরিবহন

লকডাউনে সীমিত পরিসরে চলছে গণপরিবহন

গণপরিবহনে দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না

বিএনএ ঢাকা: মহামারি করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলছে। তবে দু’দিন বন্ধ থাকার পর বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে ফের গণপরিবহন চলাচল করছে। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে।গত সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ ছিল।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।এর আগে গত ৩১ মার্চ ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহনের চলাচল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ