বিএনএ ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি সফল করার উদ্দেশ্য পরামর্শ সভা করায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামি মনিরুল ইসলামকে ২ দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে ১ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।
বিএনএ/ ওজি