28 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » মক্কা-মদিনার ২ মসজিদে ইতিকাফের নিবন্ধন শুরু

মক্কা-মদিনার ২ মসজিদে ইতিকাফের নিবন্ধন শুরু

মক্কা-মদিনার ২ মসজিদে ইতিকাফের নিবন্ধন শুরু

বিএনএ, বিশ্ব ডেস্ক: সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইতিকাফের জন্য নিবন্ধন শুরু হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। খবর আরব নিউজের।

পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী জেনারেল অথরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পর পরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। শর্ত পূরণ সাপেক্ষে ইতিকাফের নিবন্ধন করা যাবে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে শুধু নিবন্ধিত ব্যক্তিরাই ইতিকাফ করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ইতিকাফ পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসের শেষ ১০ দিন মসজিদে অবস্থান করে ইতিকাফ পালন করা হয়। এ সময় মসজিদে অবস্থানের পাশাপাশি ইবাদতে মগ্ন থাকাই ইতিকাফের প্রধান কাজ।

এদিকে পবিত্র রমজান মাসে মসজিদে হারাম ও মসজিদে নববীতে আগতদের জন্য নতুন নির্দেশনা জারি করছে হারামাইন কর্তৃপক্ষ।

পবিত্র মাসে মসজিদে হারাম ও মসজিদে নববীর পবিত্রতা রক্ষার্থে আগতদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহবান জানানো হয়েছে। ইবাদত পালনকারীদের কষ্ট লাঘবে যাতায়াতের রাস্তায় বসতেও নিষেধ করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ