24 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট, মানতে হবে যেসব নির্দেশনা

চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট, মানতে হবে যেসব নির্দেশনা

চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট, মানতে হবে যেসব নির্দেশনা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে ২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে আসছে সকলের জনপ্রিয় ”জয় বাংলা কনসার্ট”। তবে এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ এ আয়োজন করেছে।

এবারের কনসার্টে অংশগ্রহণ করবে এ সময়ের আলোচিত ৯ ব্যান্ড- আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, মেঘদল, এভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের কাছে একাত্তরের ৭ মার্চের ইতিহাস তুলে ধরা এবং গানে গানে দেশাত্মবোধ জাগিয়ে তুলতেই মঞ্চে উঠবেন আর শোনাবেন সেসব গান, যা তাদের মা, মাটি ও দেশ নিয়ে কিছুটা হলেও ভাবাবে। একই সঙ্গে সবার প্রত্যাশা পূরণে থাকবে সমকালীন জনপ্রিয় গানগুলোর পরিবেশনা।

ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে নিবন্ধনকারী দর্শকরা এ আয়োজন উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামবাসীকে কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছেন। আশা করছেন, দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের মধ্যদিয়ে সফলভাবে শেষ হবে সংগীতের এই আয়োজন।’

এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং আয়োজক প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, এই কনসার্ট চট্টগ্রামের তরুণ সমাজকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। এতে অন্তত অর্ধলাখ লোকের সমাগম ঘটবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কনসার্ট ঘিরে আলাদা আলাদা নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন ও নগর পুলিশ।

কনসার্ট উপভোগ করতে যেসব নিয়ম মানতে হবে- মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেটে স্ক্যান করা হবে। বারকোড স্ক্যানার দ্বারা পাঠযোগ্য হতে হবে। একটি পঠনযোগ্য বারকোড ছাড়া ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গেট দুপুর ১২টায় খুলবে। একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

১২ বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বাইরের কোনো খাবার বা পানীয় অনুমোদিত নয়। অনুষ্ঠানস্থলে উপযুক্ত মূল্যে খাবার ও পানি পাওয়া যাবে। অনুষ্ঠানস্থলের ভেতরে কোনো প্রকার তামাক বা তামাকজাত দ্রব্য প্রবেশ করতে দেওয়া হবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে, নিরাপত্তা হুমকি বিবেচিত হলে যেকোনো সময়ে নিরাপত্তা তল্লাশি চালানো, শ্রোতাদের বিপদ বা বিরক্তির কারণ হতে পারে এমন যেকোনো বিষয় বাজেয়াপ্ত ও যেকোনো মুহূর্তে প্রবেশ বন্ধ করার অধিকার আয়োজকরা সংরক্ষণ করেন।

অনুষ্ঠানস্থলে সিসিটিভি ও ক্যামেরা চালু থাকবে। টিকিটধারী শ্রোতারা চিত্রগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং করলে সেখানে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ থাকবে না। ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যেকোনো ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। মোবাইল ফোন চার্জার, হেডফোন, ব্লুটুথ, স্পিকার ও পাওয়ার ব্যাংক প্রয়োজনে আয়োজকরা বাজেয়াপ্ত করার অধিকার সংরক্ষণ করেন।

নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভেতরে ইলেকট্রনিক সিগারেট, ভ্যাপ কিংবা এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের অনুমতি দেওয়া হবে না। কোনো ধরনের ব্যাগ রাখা যাবে না, নারীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে- ১০ ইঞ্চি বাই ছয় ইঞ্চির চেয়ে বড় ব্যাগ না আনতে। বড় কোনো ব্যাগ ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এসব নির্দেশনা মানতে হবে।

স্টেডিয়ামের মূল গেট থেকে ভেতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শক ও শ্রোতারা পায়ে হেঁটে প্রবেশ করবেন। ব্যক্তিগত গাড়িতে আগতদের স্টেডিয়ামের যেকোনো প্রবেশ গেটে গাড়ি থামিয়ে অন্য পয়েন্ট দিয়ে বের হয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ অতিথি ও বিশেষ স্টিকারযুক্ত গাড়ি জিমনেসিয়ামের দক্ষিণ পাশের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে অতিথি নামানোর পর জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে।

স্টেজ পারফরম্যান্সে অংশগ্রহণকারী সব আর্টিস্ট, আমন্ত্রিত ব্যান্ডসমূহের সদস্যদের গাড়ি স্টেজের পেছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিস সংলগ্ন গেট ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবেন। অন্যান্য দর্শক, অতিথি ও সরকারি-বেসরকারি দফতরসমূহের গাড়ি এবং মিডিয়ার গাড়ি নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রবেশ গেটসমূহের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবির ভেতরে পার্কিং করবে।

২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্ট আয়োজন করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর মঞ্চে আয়োজিত হয়নি এ কনসার্ট। এছাড়া ২০২৩ সালে ৭ মার্চ পবিত্র শবে বরাত উপলক্ষে একদিন পিছিয়ে ৮ মার্চ কনসার্ট আয়োজন করা হয়। এবার হতে যাচ্ছে জয় বাংলা কনসার্টের অষ্টম আয়োজন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ