20 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটি সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

রাঙামাটি সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের অন্যতম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শনীর পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কলেজের হলকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান রনজিত বিশ্বাস।

প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোছাম্মৎ রাশেদা মমতাজ ফারজানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঞ্জু মিয়া, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতিলাক্ষ চাকমা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম মাহমুদ সাগর ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ দিদারুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ।

ঐতিহাসিক মহাকাব্য ৭ মার্চের ভাষণ আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্রতিটি বাঙালির জীবনে এই ভাষণের গুরুত্ব অপরিসীম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং ছাত্র প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ