31 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু


বিএনএ,বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত লোক নিখোঁজ রয়েছে।

সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার বিকেলে ৬০ সদস্যের একটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্গত এলাকার উদ্দেশে নৌকায় চড়ে রওয়ানা হয়। গন্তব্যে পৌঁছাতে তাদের সাত থেকে আট ঘণ্টা লাগবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিধস ও বৃষ্টির কারণে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান খুব জটিল হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫০ জন নিখোঁজ রয়েছে।

এক টুইটার পোস্টে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিধসের কারণে বোর্নিও দ্বীপ ও মালয়েশিয়া উপদ্বীপের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিএনপিবির মুখপাত্র জুনাইনাহ বলেছেন, ‘জোয়ারের কারণে ঢেউও বেশি হচ্ছে। বাতাস এখনো জোরে বইছে। তবে আবহাওয়া বদলে যাচ্ছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ