32 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » কেন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না সাকিব

কেন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না সাকিব

শাহজালাল বিমানবন্দরে সাকিব

বিএনএন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। সফরে না যাওয়ার সিদ্ধান্তও বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দুইদিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার (৬ মার্চ) রাতে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান সাকিব।

সাকিব বলেন, এখন মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, তাতে মনে হয় না আমি আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার জন্য ফিট। এই মুহূর্তে আমি যদি একটা ব্রেক পাই তাহলে আমার জন্য খেলাটা অনেক সহজ হবে।

এ মুহূর্তে নিজের এই অবস্থায় খেলাটা দেশের ক্রিকেটের সঙ্গে ‘গাদ্দারি’ বলে মনে করেন সাকিব। বলেন, দলের সঙ্গে প্রতারণা, জিনিসটা আমি অবশ্যই চাই না। আমি চাই নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যেভাবে চিন্তা করে, সেভাবে যেন পারফর্ম করতে পারি, সেই অবস্থাতে থাকা। হ্যাঁ, এটার কোনো নিশ্চয়তা নেই যে আমি পারফর্ম করব। তবে অন্তত জানতে পারব যে আমি আমার সেরা অবস্থানে আছি, দেশের হয়ে পারফর্ম করার মতো অবস্থানে আছি। কিন্তু আমি যদি জানি যে আমি সে অবস্থায় নেই, তাহলে সময় নষ্ট করার কোনো মানে নেই। অন্য একটা জায়গা নষ্ট করা, দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করা ঠিক হবে বলে মনে করি না।

আফগানিস্তানের সাথে সিরিজ নিয়ে সাকিব বলেন, দলে শুধু একজন ‘প্যাসেঞ্জার’ মনে হয়েছে নিজেকে।পার্সোনাল দিক বিবেচনা করলে পারফরমেন্স অবশ্যই হতাশাজনক ছিল। আমার নিজের যেমন প্রত্যাশা, মানুষ যেমন প্রত্যাশা করে, বিসিবি যেমন চায় সেরকম কিছুই করতে পারিনি।

সাবিক জানান, দক্ষিণা আফ্রিকা সফরে না যাওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন। তারাও সময় নিয়েছেন দু’দিন। এরপরই আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি মনে করি।

সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সফরে তিনটি ওয়ানডের সঙ্গে হবে দুটি টেস্ট। ওয়ানডে সিরিজ শুরু ১৮ মার্চ, টেস্ট সিরিজ শুরু হবে ৩০ মার্চ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ