18 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দুই বাসের চাপায় মহিলার মৃত্যু

দুই বাসের চাপায় মহিলার মৃত্যু

পরিবহন শ্রমিক নিহত

বিএনএ, ঢাকা : মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় দুই বাসের চাপায় পারভীন বেগম (৪০) নামে এক মহিলা নিহত হয়েছেন। রোববার(৭মার্চ ) দুপুর ১টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।নিহত পারভীন বেগম মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের আব্দুল বাসেরের স্ত্রী।

নিহতের স্বামী ও মেয়ে

আবদুল বাসের জানান, তার মা পারভীন তাকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা করিয়ে একটি বাসে করে গুলিস্তান নামেন।গুলিস্তান থেকে আরেকটি বাসে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন বলে গোলাপশাহ মাজারের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এন মল্লিক ও আরাম নামে দুই বাসের চাপায় পারভীন  গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সঙ্গে থাকা মেয়ে সুরাইয়ার কিছু হয়নি।

প্রত্যক্ষদর্শী আরমান হোসেন জানান, এন মল্লিক ও আরাম নামে দু’টি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ