Bnanews24.com
এক নজরে বিনোদন

অবিকল যেন সানি লিওন!

সানি

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী সানি লিওনের মতো হুবহু দেখতে এক মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্তর্জালে ঘুরে বেড়ানো মেয়েটির নাম আভীরা সিং।

বলিউড প্লেব্যাক গায়ক মিকা সিংয়ের ‘গ্ল্যাসিয়া’ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হওয়ার পরপরই তাকে সানির ডুপ্লিকেট বলে আখ্যায়িত করছেন নেটজনতা।

আভীরা সিং একজন মডেল ও অভিনেত্রী। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ছোটবেলা থেকে মডেল হওয়ার ইচ্ছা ছিলো তার। পাঞ্জাবি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

জানা যায়, মিকা সিংয়ের এই মিউজিক ভিডিওতে প্রথমে সানি লিওনের কাজ করার কথা ছিলো। কিন্তু সানির শিডিউল জটিলতায় তার জায়গায় স্থলাভিষিক্ত হন আভীরা। অনেকেই সানির সঙ্গে তার চেহারার হুবহু মিল পেয়েছেন।

এদিকে আভীরার ইনস্টাগ্রাম আইডিতে লক্ষ্য করলে দেখা যায়, বলিউড সেনসেশন সানি লিওনের মতো সাজ পোশাকেই ছবি শেয়ার করেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ