বিএনএ, চট্টগ্রাম: নিজেদের নিরাপত্তা এবং পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা দিঘিরপাড় মাওলানা নূর আহমদ আল কাদেরী বাড়ির বাসিন্দা মোহাম্মদ জাবেদ হোসেন সাদ্দাম। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জাবেদ হোসেন বলেন, প্রতিবেশী আলী হাসান ও আলী হায়দারের সঙ্গে সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতা ছিল। পূর্বশত্রুতার জের ধরে তারা গত ৪ ফেব্রুয়ারি বিকালে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বসতঘরে হামলা করে এবং আধুনিক যন্ত্র দিয়ে আমাদের ঘরের পিলার ও টিন ধ্বংস করে দেয়। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা বৃদ্ধ থেকে নারী কাউকে ছাড় দেয়নি। তারা ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর হামলা করে এবং মাথায় আঘাত করে।
এছাড়া আমার মা খতিজা বেগম (৬৬) ও বোন মমতাজ বেগমকে (৩৫) বেধড়ক মারধর করে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে আলী হাসান ও আলী হায়দার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন সময় র্যাব ও পুলিশকে দিয়ে ভুয়া ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। এ ঘটনায় আমাদের পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলার পর আসামীরা আরো বেশি হুমকি দিচ্ছে এবং এলাকা ছাড়ার কথা বলছেন।
এই অবস্থায় আমরা ঘটনার সুষ্ঠু তদন্তে এবং আসামীদের আইনের আওতায় আনার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম, মমতাজ বেগম, খদিজা বেগম, সাফিয়া আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ বাচ্চু বড়ুয়া/ বিএম/এইচমুন্নী