বিএনএ, ঢাকা: রাজধানীতে র্যাবের বিশেষ অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্র এবং কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক বলেন, রাজধানীতে বেশ কয়েকদিন ধরে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারি চক্র এবং ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ডাকাতি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক।
বিএনএ/বিএম, এমএফ