31 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন নুর এলাহি মিনা

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন নুর এলাহি মিনা

মো. নুর এলাহি মিনা

বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. নুর এলাহি মিনা।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

আদেশে বলা হয়, ‘তাকে (নুরএলাহি মিনা) বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।’ জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে বিসিএস ২৪ ব্যাচের তথ্য ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ।মিনা ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন।  নুর এলাহি মিনা ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাট্টাইধোবা গ্রামে জন্মগ্রহণ করেন।

বিএনএনিউজ২৪ /বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ