বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম) : ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনী সহিংসতায় সাতকানিয়ার দুইজন মারা গেছে। এর মধ্যে বাজালিয়ায় একজন এবং নলুয়ায় এক কিশোর নিহত হয়।নিহত কিশোরের নাম তাসিফ (১২)।সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নলুয়ার ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজালিয়ায় নিহত আব্দুর শুক্কুর (৩৫) বর্তমান চেয়ারম্যান ও নেীকার প্রার্থী তাপসের অনুসারী বলে জানা গেছে ।
এ ছাড়া দুইপক্ষের সংঘর্ষের জেরে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে সোমবার(৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে সংঘর্ষের কাঞ্চনার তিনিটি কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ দিকে নলুয়ার নৌকার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী মিজানের সমর্থকরা ভোটারদের বাধা দিচ্ছেন। নানাভাবে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন।
সোনাকানিয়া ইউনিয়নে ৬, ৭, ৮ ও ৯ নং কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকে সিলসহ ব্যালট পেপার পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের।
দক্ষিণ কাঞ্চনায় ব্যালট ছিনতাই
এ ছাড়া এ কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্যের ব্যালট ছিনতাই করা হয়েছে। একটি বহি থেকে ৩৩ টি(০২৬৫৪৬৭-০২৬৫০০) ব্যালট ছিনতাই করে ভোট কেন্দ্রে দায়িত্বরত এক এজেন্ট । ওই কেন্দ্রের ২ নং বুথে এ ঘটনা ঘটে।