25 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - মে ২১, ২০২৫
Bnanews24.com
Home » পঞ্চম দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

পঞ্চম দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিততে হলে শেষ দিনে সফরকারীদের ৭টি উইকেট তুলে নিতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে আজ পঞ্চম দিনের খেলা শুরু করেছে মুমিনুল হক সৌরভের দল।

দ্বিতীয় ইনিংসে ১১০/৩ স্কোর নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে আছেন কাইল মায়ার (৩৭) ও এনক্রুমাহ বোনার (১৫)। দুই ইনিংস মিলিয়ে সফরকারীদের সামনে ৩৯৫ রানের পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছিল বাংলাদেশ। অর্থাৎ ম্যাচ জিততে হলে সাত উইকেট নিয়ে শেষ দিনে আরও ২৮৫ রান তুলতে হবে ক্যারিবিয়ানদের। যেটা কার্যত সাঁতরে সাগর পাড়ি দেওয়ার মতোই কঠিন।

ম্যাচ বাঁচানোও সহজ হবে না সফরকারীদের জন্য। কারণ উইকেটে যথেষ্ট স্পিন ধরছে। এই পিচে সাত উইকেট নিয়ে সারা দিন ব্যাটিং করা চাট্টিখানি কথা নয়।

অবশ্য বাংলাদেশের জন্য আক্ষেপের একটা বিষয়ও আছে। চোটের কারণে টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। আজ পঞ্চম দিন সকালেও সাকিবকে মাঠে নামতে দেখা যায়নি। সাকিবহীন স্পিন আক্রমণের দায়িত্ব সামলাচ্ছেন মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। শেষ দিনে এই তিনজনের ওপরই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫৯ রানে। বাংলাদেশ পরে ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৩৯৫ রানের লিড দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
স্টারলিংক সংযোগ যেভাবে মিলবে রাত ১টার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বুধবার শুরু হচ্ছে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা রাজশাহীর দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার গত ১৫ বছর দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট