বিএনএ, কক্সবাজার: ভোট ডাকাতি ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তিনি এই আসনের বর্তমান এমপি।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে তার ফেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে ভোট বর্জন করলাম।
এর কিছুক্ষণ পরে নিজের একটি ভিডিও বার্তা পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, দুঃখিত, চকরিয়া-পেকুয়াবাসী। আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন।
বিএনএ/ ওজি