28 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম- ৯: এজেন্ট বের করে দেয়ার অভিযোগ সানজীদের

চট্টগ্রাম- ৯: এজেন্ট বের করে দেয়ার অভিযোগ সানজীদের


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৯ আসনে পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে  ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরীর পোলিং এজেন্টকে বের করে দিয়েছে  নৌকার প্রার্থী নওফেলের সমর্থকরা ।সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলেও দুপুরের পর থেকে এ কেন্দ্রে নৌকায় জোরপূর্বক ভোট কাস্টের অভিযোগ উঠেছে । রোববার ( ৭ জানুয়ারি)  জাতীয় পার্টি প্রার্থী  ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী এ অভিযোগ করেন ।

তিনি জানান, কমিশনার জাবেদের  নেতৃত্বে ব্যারিষ্টার নওফেলের লোকেরা  আমার পোলিং এজেন্টকে বের করে দেয় । দুপুর ২ টার পর থেকে নৌকায় জোরপূর্বক ভোট কাস্ট করতে থাকে তারা । এ ব্যাপারে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

উল্লেখ্য,চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকা প্রতীকে লড়ছেন। মাঠে আরো আছেন জাতীয় পার্টির সানজিদ রশীদ চৌধুরী ,ন্যাপের মিটুল দাশগুপ্ত, ইসলামী ফ্রন্টের আবু আজম, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, কল্যাণ পার্টির মোহাম্মদ নুরুল হোসাইন,ও তৃণমূল বিএনপির সুজিত সরকার।

চট্টগ্রাম ৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ৭৬জন,এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৩০জন, ২ লাখ ১১ হাজার ৭৩৮জন পুরুষভোটার ও হিজড়া ভোটারের সংখ্যা ৮ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ