বিএনএ, চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে ভোটারদের উপস্থিত।
রোববার ( ৭ জানুয়ারি) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম ৯ আসনের কাজেম আলী স্কুল এন্ড কলেজের কেন্দ্রে এ তথ্য জানা যায়। বিষয়টি জানা যায় কাজেম আলী স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. ওয়াহিদ।
তিনি জানান, এখন পর্যন্ত ৩২৫জন ভোটার ভোট দিয়েছে। যা ১৪ শতাংশ ভোট। আশা করছি বাকি সময়ের মধ্যে সকল ভোটরা ভোট দিবে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আবদুর রহমান জানান, এই কেন্দ্রে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। আশা করছি সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হবে।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৮৪ জন। যা সব পুরুষ ভোটার। এই ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৫টি।
প্রসঙ্গত, ১৪টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৯ সংসদীয় আসন। কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানার বাসিন্দাদের মধ্যে চার লাখ ৯ হাজার ৫৮৭ জন এ আসনের ভোটার। এর মধ্যে দুলাখেরও বেশি ভোটার বাকলিয়ার।
চট্টগ্রাম-৯ আসনে এবার মোট প্রার্থী সাতজন। আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী, ন্যাপের মিটুল দাশগুপ্ত, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী ফ্রন্টের আবু আজম, কল্যাণ পার্টির মুহাম্মদ নূরুল হোসাইন ও তৃণমূল বিএনপির সুজিত সাহা।
বিএনএ/এমএফ