বিএনএ, আনোয়ারা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ সংসদীয় আসনের নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে আনোয়ারা হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আনোয়ারা-কর্ণফুলীর জীবনমান উন্নয়ন হয়েছে। সবাই সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে।
বিএনএনিউজ/এনামুল/এইচ.এম।