21 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে ভোট দিলেন ফজলে করিম চৌধুরী

রাউজানে ভোট দিলেন ফজলে করিম চৌধুরী


বিএনএ, রাউজান : চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকালে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানে চলমান রয়েছে আরও হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম (ট্রাক), জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ), ইসলামী ফ্রন্ট এর প্রার্থী স.ম জাফর উল্লাহ (চেয়ার)।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা তিন লাখ ১৬ হাজার ৯২০, নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৭০২, পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৬৬ হাজার ২১৮ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ