চট্টগ্রামে ‘দি সোশ্যালাইট এক্সপো’র আজ শেষ দিন জানুয়ারি ৭, ২০২৩জানুয়ারি ১৪, ২০২৩ চট্টগ্রামে চলছে দি সোশ্যালাইট এক্সপো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেশিয়াম মাঠে চলমান তিনদিন ব্যাপি দি সোশ্যালাইট এক্সপো’র আজ শনিবার(৭ জানুয়ারি) শেষ দিন। দি সোশ্যালাইট এক্সপো এন্টারপ্রেনার কমিউনিকেশন সায়িদা তামান্না( এসটি) এই লাইফস্টাইল ও ফুড এক্সপো’র আয়োজন করেছে। বিএনএনিউজ২৪,জিএন