29 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আরও এক দফা বাড়তে যাচ্ছে সোনার দাম

আরও এক দফা বাড়তে যাচ্ছে সোনার দাম

সোনার দাম

বিএনএ, ঢাকা: আরও এক দফা বাড়তে যাচ্ছে সোনার দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের ওপরে বেড়েছে। তাছাড়া স্থানীয় বাজারেও তেজাবী সোনার দাম বেড়েছে।

সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে ওঠে মূল্যবান এ ধাতু।

গত ৩০ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা করা হয়। দেশের ইতিহাসে এর আগে কখনো এক ভরি সোনার দাম ৮৮ হাজার টাকা হয়নি।

ভালো মানের সোনার পাশাপাশি বাড়ানো হয় সব ধনের সোনার দাম। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৮৯ টাকা করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭২ হাজার ৩১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৭ টাকা বাড়িয়ে ৬০ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করে বাজুস। বর্তমানে এ দামেই বিক্রি হচ্ছে সোনা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি