19 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঘন কুয়াশায় পদ্মায় আটকা ৩ ফেরি

ঘন কুয়াশায় পদ্মায় আটকা ৩ ফেরি

ফেরি

বিএনএ, মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝপদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি।

নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে রুটটিতে ফেরিসহ সকল নৌযান বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, ঘন কুয়াশার ফলে পদ্মা নদীতে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়ায় জান-মালের নিরাপত্তার কথা ভেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাময়িকভাবে নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

এ দিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় নদীর দুই প্রান্তে আটকা পড়েছে কয়েক শ ছোট-বড় যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন পারের অপেক্ষায় থাকা পরিবহনগুলোর চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, বর্তমানে এই রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে। তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমে গেলে রুটটিতে আবার ফেরি চলাচল শুরু হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ