19 C
আবহাওয়া
৮:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মেরিন ড্রাইভে জিপ উল্টে নারী পর্যটকের মৃত্যু  

মেরিন ড্রাইভে জিপ উল্টে নারী পর্যটকের মৃত্যু  


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে মমতাজ বেগম (৬১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ পর্যটক।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে সব হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রফিকুল ইসলাম জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে জিপ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারানো জিপটি উল্টে যায়।

জানা যায়, গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ