29 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া সিআইপি গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া সিআইপি গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া সিআইপি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) পরিচয়ে অবস্থান নেওয়া মো. ফারুক (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে রেডিসন ব্লুতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটক মো. ফারুক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সুরপুর এলাকার মো. লোকমানের পুত্র। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, প্রতারক ফারুক নিজেকে সিআইপি পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন। কখনও কখনও তিনি নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দেন। ফারুক ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আসলে ফারুক কোন সিআইপি নয়। সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। জাল-জালিয়াতি ও মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করাই তার কাজ। কখনো সরকারি কর্মকর্তা আবার কখনো সিআইপি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে সে প্রতারণা করে আসছে। মূলত হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই আমরা রেডিসন ব্লু তে অভিযান চালিয়ে প্রতারক ফারুককে গ্রেপ্তার করি।’ গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার দায়ে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ