17 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত-৫

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম মাসুদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আরিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম মাসুদ হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানী বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র।

নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিলো। এসময় রামগড় থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক করেরহাট গনিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে সামনে দিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ