25 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চাকরি পাওয়ার সাতদিনের মাথায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চাকরি পাওয়ার সাতদিনের মাথায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা

বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩১) নামের প্রধান মন্ত্রী কার্যালয়ে আউটসোসিং কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হাসান গত ৭ দিন আগে নতুন কর্মস্থলে যোগদান করেছিলেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি)  বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতের বন্ধু খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী  জানান, ওয়্যারলেস রেলগেট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান মারা যান।

তিনি আরও জানান, আশেপাশের লোকজনের কাছ থেকে দুর্ঘটনায় এ রকম তথ্য আমরা পেয়েছি। মরদেহ পুলিশ হেফাজতে  রয়েছে।

নিহতের বন্ধু ওসমান গনি  জানান, মাহমুদুল হাসান গত ৭ দিন আগে নতুন সরকারি চাকরি পেয়েছে। মিরপুরে তার বোনের বাসায় থাকতো। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মাহমুদুল।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ঘটনার আগে তার মাথায় ব্যান্ডেজ করা ছিল এবং সে রেললাইনের পাশে দাঁড়িয়ে পানি ও চা খাচ্ছিল।

তার মাথায় কেন ব্যান্ডেজ করা ছিল বা কেনই সে ওয়্যারলেস রেলগেট এলাকায় এসেছিল। বিষয়টা তাদের কাছে রহস্যজনক বলে ধারণা করছেন ওসমান গনি।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ