15 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর -তথ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা: চুক্তি অনুযায়ী যথাসময়ে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল জানিয়ে তিনি বলেন, সেটি সিরাম ইনস্টিটিউট ও ভারতের স্বাস্থ্য সচিব নিরসন করে দিয়েছেন।

সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি)সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরও বলেন,ভ্যাকসিন নিয়ে যারা নানা কথা বলেন,তারা প্রথম থেকেই জনগণের মনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিলেন।এর ধারাবাহিকতায় বিএনপির নেতারা এসব কথা বলছেন।বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইয়ের বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা আবদুল কাদের যে বক্তব্য দিয়েছেন,সেটির ব্যাখ্যা বিবৃতির মাধ্যমে তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।সারা দেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি।নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কথা বলেছেন।

তথ্যমন্ত্রী বলেন,মির্জা আবদুল কাদেরের বক্তব্যে প্রমাণিত হয় যে, আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র আছে।সুতরাং এটি নিয়ে আলোচনা সমালোচনা যেটা হচ্ছে, সেটার ব্যাখা তিনি যেমন দিয়েছেন, সেইসঙ্গে প্রকাশ পেয়েছে যে কেউ তার অভিমত ব্যক্ত করতে পারেন।এ রকম অভিমত দলের মধ্যে বহুজন বহু আগেও ব্যক্ত করেছেন। তিনি যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই, সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম