বিএনএ, ঢাকা : প্রতারণার মামলায় প্রজাপতি পরিবহনের এমডি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বরের, ব্লক-বি, বাড়ি: ৭৯/বি এর প্রজাপতি পরিবহনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ রাতে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, প্রজাপতি পরিবহনের এমডি ঢাকা সিএমএম কোর্টের সিআর মামালার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাাটি কোর্টে হয়েছে। সন্ধ্যায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।
বিএনএনিউজ/ এসকেকে/ এইচ.এম।
Total Viewed and Shared : 17