17 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভারতকে দেওয়া মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিলের দাবি

ভারতকে দেওয়া মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিলের দাবি

ভারতকে দেওয়া মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিলের দাবি

বিএনএ, ঢাকা: ভারতের বিএসএফের গুলিতে পঞ্চগড়ে বাংলাদেশের নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আজকেও পঞ্চগড়ে বাংলাদেশ সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে নিত্যই মানুষ মারছে।’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে প্রভুত্বের আচরণ করে। তারা মনে করে আওয়ামী লীগ যেভাবে আচরণ করেছিলো বর্তমান সরকার একই আচরণ করবে। ভারতকে বুঝতে হবে এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আওয়ামীলীগ গত ১৫ বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশ দেয়নি। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দেয়। বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি ভারতের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে। সেখানকার গণমাধ্যম যা করছে তা সাংবাদিকতার কোনো নিয়মের পর্যায়ে পড়ে না। ভারতের এই গুজবের বিরুদ্ধে বর্তমান সরকারকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের গণমাধ্যম যেন ভারতের গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরতে পারে সেজন্য পদক্ষেপ নিতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের ছাত্র নেতা ইয়াছিন আরাফাত বলেন, ‘ভারত আমার দেশের মানুষ হত্যা করবে আর আমরা চুপ থাকবো- তা হতে পারে না। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সব ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ। ভারত এসব গুজব ছড়িয়ে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

এসময় আরো বক্তব্য দেন ছাত্র নেতা মাহমুদুল হাসান, ইমরান আল নাজির, জালাল আহমেদ, সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ