বিএনএ,ঢাকা: ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে আবু জাফরের বয়স হয়েছিল ৮২ বছর।বার্ধক্য নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন।
লোক–গবেষক সাইমন জাকারিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আবু জাফরের রচিত অনন্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য।
আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ উল্লেখযোগ্য।
আবু জাফরের মরদেহ নেওয়া হচ্ছে জন্মস্থান কুষ্টিয়ায়। আজ আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তাঁর জানাজা হবে।
বিএনএ/ওজি