27 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলা থেকে চোরাই ওষুধসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তিনজন হলেন- চমেক হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক ও মিরসরাই থানার কাটাছড়া এলাকার মৃত জহরুল হকের ছেলে মো. আজিজুর রহমান (৫০), চমেকের ফার্মাসিস্ট ও রাঙ্গুনিয়া থানার পোমড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. দাউদ ইসহাক (৫২) ও চমেকের ইলেকট্রিক্যাল মেকানিক ও পটিয়া উপজেলার পশ্চিম হাইদগাঁও এলাকার মৃত সফারত আলীর ছেলে মো. সাইমন হোসাইন (৪৬)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের নিচতলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে ১৪ হাজার টাকার চোরাই ওষুধসহ আজিজুর রহমানকে আটক করা হয়। তিনি চমেকের কর্মচারী। এরপর লিচু বাগান এলাকায় তার বাসা থেকে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে, তার সহযোগী দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ