Bnanews24.com
Home » চট্টগ্রামে রেল দুর্ঘটনায় গেটম্যান আটক
চট্টগ্রাম টপ নিউজ সব খবর

চট্টগ্রামে রেল দুর্ঘটনায় গেটম্যান আটক

চট্টগ্রামে রেল দুর্ঘটনায় গেটম্যান আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ডেমু ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্ঘটনার সময় ঝাউতলা রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আশরাফুল আলমগীরকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। রেল পুলিশ ঘটনা তদন্ত করছে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ, শনিবার (৪ ডিসেম্বর) সাড়ে ১০টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসছিল ডেমু ট্রেন। একটি বাস এসে অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেনের দিকে ঠেলে দেয়। ফলে ট্রেনের নিচে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। দুর্ঘটনায় আহত হন ৮ জন যাত্রী।

বিএনএ/ এমএফ