28 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে নবাগত ইউএন ও’র সঙ্গে মাদ্রাসা প্রধানগণের শুভেচ্ছা বিনিময়

চন্দনাইশে নবাগত ইউএন ও’র সঙ্গে মাদ্রাসা প্রধানগণের শুভেচ্ছা বিনিময়

, মো. রাজিব হোসেন

দোহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নবাগত ইউএনও মো. রাজিব হোসেনের সঙ্গে উপজেলার মাদ্রাসা প্রধানগণ শুভেচ্ছা বিনিময় করেছেন।

৬ নভেম্বর ২০২৪ এ সময় নবাগত ইউএনওকে শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। শেষে ইউএনওকে চন্দনাইশ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে এক সম্মাননা স্মারক প্রদান করা হয়।

, মো. রাজিব হোসেন
মো. রাজিব হোসেন

 

উল্লেখ যে, মো. রাজিব হোসেন চন্দনাইশ উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করেন ৩ নভেম্বর।

গত ২ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএন ও হিসাবে তাকে পদায়ন করা হয়। রাজিব হোসেন ইতিপূর্বে দোহাজারী পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।

এর আগে দীর্ঘদিন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬তম বি,সি,এস (প্রশাসন) হিসাবে উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ঝিনাাইদহ জেলার শৈলকুপ এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিএনএনিউজ২৪, মোজাহেরুল কাদের, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ