দোহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নবাগত ইউএনও মো. রাজিব হোসেনের সঙ্গে উপজেলার মাদ্রাসা প্রধানগণ শুভেচ্ছা বিনিময় করেছেন।
৬ নভেম্বর ২০২৪ এ সময় নবাগত ইউএনওকে শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। শেষে ইউএনওকে চন্দনাইশ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে এক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ যে, মো. রাজিব হোসেন চন্দনাইশ উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করেন ৩ নভেম্বর।
গত ২ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএন ও হিসাবে তাকে পদায়ন করা হয়। রাজিব হোসেন ইতিপূর্বে দোহাজারী পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।
এর আগে দীর্ঘদিন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬তম বি,সি,এস (প্রশাসন) হিসাবে উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ঝিনাাইদহ জেলার শৈলকুপ এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
বিএনএনিউজ২৪, মোজাহেরুল কাদের, এসজিএন