16 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সব উপজেলায় সমান বাজেট দিতে হবে-সারজিস আলম

সব উপজেলায় সমান বাজেট দিতে হবে-সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম

পঞ্চগড়:  জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলাভিত্তিক পদযাত্রা তেঁতুলিয়া থেকে শুরু হচ্ছে। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া উপজেলা হওয়া যাবে না। সব উপজেলায় সমান বাজেট দিতে হবে। বৈষম্য করা যাবে না।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জয় মোদিকে বলছে নির্বাচন দেয়ার জন্য। মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, কোনো ওয়েস্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে ছাত্র-জনতার প্রেসক্রিপশনে।

বুধবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুল তলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সারজিস আলম বলেন, ‘তৃতীয় বিশ্বের মানুষ ও সরকার আমরা মনে করি, হয়তো একটা সরকার চেঞ্জ হয়ে গেল তার সঙ্গে যার ভালো সম্পর্ক, পুরোটা মনে হয় তার কাছে চলে গেল! প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম পরাশক্তি আমেরিকার মতো দেশ তৃতীয় বিশ্ব বা বাংলাদেশের মতো দেশের কোনো একটি দলের ওপর নির্ভর করে না।’

সারজিস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলাভিত্তিক পদযাত্রা তেঁতুলিয়া থেকে শুরু হচ্ছে। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া উপজেলা হওয়া যাবে না। সব উপজেলায় সমান বাজেট দিতে হবে। বৈষম্য করা যাবে না। আর যেসব রাজনৈতিক দল রয়েছে, এবং আগামীতে যারা রাজনীতি করবেন তাদের পরিষ্কার মেসেজ দিতে চাই, মানুষ এখন জনতার প্রতিনিধি খুঁজছে। লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট চালানো অপকর্ম যদি করেন মানুষ আর আপনাদের গ্রহণ করবে না।’

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ