21 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় দুই গরু চোর গ্রেপ্তার

আনোয়ারায় দুই গরু চোর গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুটের ঘটনায় দুই  চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের আব্দুর রহিম (৪২)  এবং বটতলী ইউনিয়নের নূর পাড়ার সোলেমান সরদারের বাড়ীর আবু তালেব প্রঃ বাইল্লা (৫৫) ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‌গরু চুরির মামলায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তাদের রিমান্ড আবেদন করব। গরু চোরের মূল চক্রটাকে আমরা গ্রেপ্তার করতে চাই।

বিএনএনিউজ / নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ