26 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বিএনএ, ঢাকা : ২০০১ সালে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চারজনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালসহ ১৫ আসামির অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ নভেম্বর) শুনানিতে আসামিদের অব্যাহতির আদেশ স্থগিত করে হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম জানান, ২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চারজনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনজন বিএনপি কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতিও দেওয়া হয়।

বিএনএনিউজ/ আরএস/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ