17 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ

বিএনএ, ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের দাবি করেছে তেজগাঁও থানা-পুলিশ।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর মনিপুরী এলাকা থেকে ওই পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর মনিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ।

উল্লেখ্য, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলোতে আসাদুজ্জামান খান কামাল আসামি। বিগত সরকারের যেসব মন্ত্রী-এমপিদের খোঁজ মিলছে না তাদের মধ্যে তিনিও একজন। তবে কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে শোরগোল ওঠে। তবে তার বৈধভাবে দেশ ছাড়ার কোনও তথ্য পুলিশের হাতে নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ