19 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ফ্ল্যাটে মিলল দুই যুবকের গলাকাটা মরদেহ

গাজীপুরে ফ্ল্যাটে মিলল দুই যুবকের গলাকাটা মরদেহ


বিএনএ, গাজীপুর : গাজীপুরে চার তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরীর কাশিমপুরের মাধবপুর এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা দুইজনই স্থানীয় নাবিস্কো ফুড প্যাকেজিং নামের একটি কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, নিহত দুই জন দীর্ঘদিন যাবত ওই বাসায় ছিলেন। কারখানার মালিক রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় আসেনি। পরে বকুল রাত ১১টার দিকে চার তলায় উঠে কক্ষের ভেতর তাদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, তাদের ফ্ল্যাটে প্রচুর সিগারেটের প্যাকেট ও নেশা করার সামগ্রী পাওয়া গেছে। এছাড়া আরও কিছু আলামত থেকে ধারণা করা হচ্ছে, নেশা অথবা জুয়া খেলা নিয়ে ঝামেলায় দুর্বৃত্তরা তাদের পা বেঁধে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ