28 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ জন প্রবাসী

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ জন প্রবাসী

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১জন

বিএনএ, ডেস্ক : ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।বুধবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায, এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী তাদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ সরকারের উদ্যোগে এসব বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন বলেন, লেবানন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।

প্রসঙ্গত, এ নিয়ে এখন পর্যন্ত ৯টি ফ্লাইটে ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ