15 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » অভিনেত্রী শমী কায়সার উত্তরায় গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সার উত্তরায় গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সার

বিএনএ, ঢাকা:  রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ অভিনেত্রী,আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য শমী কায়সারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার( ৫ নভেম্বর)রাতে উত্তরা পূর্ব থানার পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত শমী কায়সার পরবর্তীতে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

শেখ হাসিনার সরকার পতনের পর গত ১৪ আগস্ট, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

অভিনেত্রী শমী কায়সারের গ্রেফতারের পেছনে রয়েছে বিএনপির এক কর্মী, সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগ। ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলাটি দায়ের করেন। মামলায় শমী কায়সার ছাড়াও আরও ১৬ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, ও কণ্ঠশিল্পী মমতাজ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ দলের অনেক নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন। শমী কায়সারও এবার এই ধারাবাহিকতায় গ্রেফতার হলেন। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

শমী কায়সার এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন। তার বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে, যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

মামলাটি গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। তবে তাকে গ্রেফতার করা হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভে হত্যার অভিযোগে দায়ের হওয়া এক মামলায়।

উল্লেখ্য, শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদুল্লাহ কায়সার এবং মা পান্না কায়সার। তার মা লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর খালাতো ভাই রাজনীতিক মাহি বি চৌধুরীও রাজনৈতিকভাবে সক্রিয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ