23 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বরিশালে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বরিশালে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বিএনএ, বরিশাল: ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বলে বেঞ্চ সহকারী জানান।

মামলার বিবাদীরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মোনায়েম খান খোকন (৪০), দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন (৩৪) এবং একই উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের খান মো. মেহেদি (৩৪)।

বেঞ্চ সহকারী বলেন, ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

এবার সাবের হোসেনের বাসায় পিটার হাসের বৈঠক

মামলায় বলা হয়, বাদীর বিরুদ্ধে ২ নভেম্বর মোনায়েম ও সাংবাদিক জিয়াউল তাদের ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট করেন। সেই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন মেহেদি।

বাদী বলেছেন, এ কারণে তিনি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়েছেন এবং তার মানহানি হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ