30 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হাটহাজারীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৭, আহত ৩

বিএনএ, ঢাকা: রাজধানী মগবাজার ওয়ারলেস গেট এলাকায় যাত্রীবাহী মনজিল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পুলিশ এ তথ্য জানান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মগবাজার ওয়ারলেস এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মনজিল পরিবহনের যাত্রীবাহী বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ