কায়রো: আরব পার্লামেন্ট (এপি) অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় পারমাণবিক বোমা হামলার উস্কানীর জন্য দখলদার ইসরায়েল সরকারের একজন মন্ত্রীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা করেছে।
৫ নভেম্বর ২০২৩ আরব পার্লামেন্ট একবিবৃতি দখলদার বাহিনী সমস্ত আন্তর্জাতিক আইন ও নিয়মাবলী ভঙ্গ করে এক নাগাড়ে গাজায় অমানবিক বোমা হামলা এবং নারীশিশুকে হত্যা করে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যা এবং বর্ণবাদী যুদ্ধ সত্ত্বেও বিভিন্ন আর্ন্তজাতিক মহল লজ্জাজনক নীরবতা পালন করছে। তাদের নীরবতার কারণে দখলদার বাহিনী গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার হুমকি দিতে পারছে।
বিবৃতিতে গাজায় ইসরায়েল সরকারের গণহত্যা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানানো হয়। সূত্র; এসপিএ
বিএনএনিউজ২৪,জিএন