16 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা


বিএনএ, রংপুর : রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জামায়াতপন্থি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন অর রশীদ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত মাহবুবুর রহমান জামায়াত ইসলামের সহযোগী সংগঠন রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, পায়রাবন্দ বাজারের দোকানের কার্যক্রম শেষে বাড়ি যাওয়ার সময় হারুন নামের ওই ব্যক্তি হঠাৎ করেই মাছ কাটা বটি নিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। সে সময় হারুনকে আটক করে স্থানীয়রা। চেয়ারম্যান মাহবুবুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আমরা খবর পেয়েছি চেয়ারম্যানকে মাছ কাটা বটি দিয়ে এক ব্যক্তি কুপিয়েছে। চেয়ারম্যান মারা গেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে। তবে আমরা বাড়তি সতর্কতা নিয়েছি যেন কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ