বিএনএ, ঢাকা: তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর)দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের (টিবিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রেসিশন এয়ারের ওই বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দারুস সালাম শহর থেকে ছেড়ে আসা বিমানটি ঝড় ও ভারি বৃষ্টির কারণে স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানটি ভিক্টোরিয়া হ্রদে প্রায় পুরোপুরি ডুবে গেছে। বিমানটির সবুজ-বাদামি রঙের পেছনের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান।
বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ার তীরে অবস্থিত। আর প্রেসিশন এয়ার তানজানিয়ার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।
বিএনএ/ ওজি