17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১০ জন । শনিবার(৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

রোববার(৬ নভেম্বর) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ