বিএনএ, চট্টগ্রাম : সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী (প্রকাশ নন্না মিয়া) আর নেই। (ইন্নালিল্লাহি…….রাজেউন)। শনিবার(৬ নভেম্বর) সকাল ৮ টায় ঢাকায় নিজ বাড়ী গুলশানের সাতকানিয়া হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজিজুল হক চৌধুরী আজিজ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। সাবেক সভাপতি ছিলেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির। ঢাকায় বসবাসরত চট্টগ্রামবাসীর রাষ্ট্রীয় ও আঞ্চলিক পরিমন্ডলে সুনাম রক্ষায় যার ভূমিকা ছিলো অতুলনীয়। ঢাকায় বসবাসরত চট্টগ্রামবাসীর কাছে যার পরিচয় ছিলো চট্টগ্রামের মুরুব্বি।
মরহুম আজিজুল হক চৌধুরী ১ম নামাজে জানাজা আজ(শনিবার) রাত বাদ এশা রাজধানীর মগবাজারস্থ দিলু বেপারী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল (রোববার) সকাল ১০ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনএ/ ওজি