বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এবং শতাধিক আহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)।
বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।
তিনি জানান, ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলটির পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনে ছিলেন।
সরকারি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার অভিযানে এ পর্যন্ত নিহত ৪৫ জন এবং আহত ১০৪ জনকে শনাক্ত করা গেছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএনএ/ ওজি